আমি আপনাদের সাথে আজকে এমন একটা ইন্ডিকেটর এর সাথে পরিচয় করিয়ে দিবো যার মাধ্যমে আপনারা প্রাইস অ্যাকশন এ ট্রেড করতে পারবেন। এই ট্রেডিং সিস্টেম ৮০ % থেকে ৯০ % কাজ করে । আশা করি এই ট্রেডিং সিস্টেম ভাল ভাবে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেটে আরও ভাল করবেন।
এই ইন্ডিকেটর সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন : –
কোন কোন টাইমফ্রেমে কাজ করে এই ইন্ডিকেটর ?
আপনি 1 min, 5 min, 15 min, 30 min, 1H, 4H, daily চার্টে ট্রেড করতে পারবেন তবে ভাল হয় আপনি যদি 30 min, 1H, 4H, এই টাইমফ্রেমে ট্রেড করেন ভাল রেজাল্ট পাবেন।
কোন কোন পেয়ারে কাজ করবে ?
সব পেয়ারেই এই ট্রেডিং সিস্টেম কাজ করে। মেজর পেয়ারে ট্রেড করলে সব থেকে ভাল হবে।
মানি ম্যানেজমেন্ট
প্রথমে এই ট্রেডিং সিস্টেমে ডেমো ট্রেডিং করে নিবেন। যদি ভাল রেজাল্ট পান তখন রিয়েল ট্রেডিং করবেন। রিয়েল ট্রেডিংয়ে ১% থেকে ৩ % সর্বোচ রিস্ক নিবেন। একটা কথা মনে রাখবেন মানি ম্যানেজমেন্ট আপনার একাউন্ট কে বাঁচিয়ে দিবে।
ইন্ডিকেটর নিচ থেকে ডাউনলোড করে সেটাপ করে নিবেন।